আদমদীঘিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকার্প টুর্নামেন্ট উদ্ধোধন

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিজুর রহমান জাতীয় গোল্ডকার্প ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুধর্ব-১৭) উদ্ধোধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা সদরের ঈশ্বর পূর্ন জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, গোলাম মোস্তফা, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুর ইসলাম মন্টু প্রমুখ। উদ্ধোধনী খেলায় অংশ গ্রহন করেন ছাতিয়াগ্রাম ইউনিয়ন পরিষদ বনাম সান্তাহার ইউনিয়ন পরিষদ। খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ-১ গোল ও সান্তাহার ইউনিয়ন পরিষদ-১ গোল করেন। পরে টাইব্রেকারে ৩-২ গোলে সান্তাহার ইউনিয়ন পরিষদকে হারিয়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়। খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত রেফারি স্বপন হোসেন, সহকারি রেফারি ছিলেন শাহীন, মোমিন, টিটু, ধারা ভাস্যকার ছিলেন আল-আমিন।