আদমদীঘি উপজেলা আ’লীগ নেতার বাবা মুন্টুর ইন্তেকাল

বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সান্তাহার পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলামের বাবা আনিছুর রহমান মুন্টু ওরফে শ্যামলী মুন্টু (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিহি ...রাজিউন)।
বুধবার সকাল সাড়ে ৯ টায় তিনি সান্তাহারস্থ নতুন বাজারের বাসায় সকলের মায়া ত্যাগ করে পরপারে পারিজমান। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২ মেয়ে নাতি-নাতিনী সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। মরহুমের প্রথম জানাযা বাদ আছর সান্তাহার পৌর বালিকা বিদ্যালয় মাঠে এবং দ্বীতিয় জানাযা বাদ মাগরিফ সান্দিড়া পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন করে দাফন করা হয়। মরহুম আনিছুর রহমান মুন্টুর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ প্রবীন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীন আহম্মেদ,জেলা আ’লীগ নদস্য আশরাফুল ইসলাম মুন্টু,আদমদীঘি উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু,সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কুদরত-ই-্এলাহী কাজল,সহ-সভাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার,হুমায়ন কবির বাদশা,্আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা,নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম, প্রচার সম্পাদক জিআরএম শাহজাহান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান রাবু, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ভৌমিক, উপ-প্রচার সম্পাদক মিহির কুমার সরকার, সান্তাহার পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক জাহিদুর বারী সহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নের্তৃবৃন্দ।