শাজাহানপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্ট বালক (অনূর্ধ-১৭) প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণী শুক্রবার ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। চুড়ান্ত প্রতিযোগিতায় খরনা ইউনিয়ন একাদশ কে ১-০ গোলে হারিয়ে মাদলা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারি কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক, থানার ওসি আব্দুল কাদের জিলানী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান, খরনা ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহিন, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, সহকারি প্রোগ্রামার মোস্তাফিজার রহমান,প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ আহমদ আল মুতী, ওয়াদুদ হোসেন, প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু,আমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মুক্তা,উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াদুদ মকুল,উপজেলা যুবলীগ নেতা শাহাদত হোসেন,সেলিম রেজা,শফিকুল ইসলাম প্রমুখ।রেফারী‘র দায়িত্ব পালন করেন শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক পার্থ প্রতীম মোহন্ত, সাজ্জাদ হোসেন,ওয়ারেজ উদ্দিন,আসাদুর রহমান মাসুদ এবং অমল কুমার সাহা।