পার্বতীপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরে প্রতিষ্ঠিত পার্বতীপুর আদর্শ কলেজ এর প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ মরহুম আব্দুল ওয়াজেদ এর ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কলেজের গভর্নিং বডি ও শিক্ষক কর্মচারীদের আয়োজনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে আদর্শ কলেজ মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মর্তুজা আলী শাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু।
সভায় আরো উপস্থিত ছিলেন স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও কলেজের শিক্ষক কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ। স্মরণ সভায় প্রধান অতিথি মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং অত্র প্রতিষ্ঠানে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।