সান্তাহার পৌরসভার ৩২ কোটি টাকার বাজেট ঘোষণা

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের জন্য মোট ৩২ কোটি ৭০ ল ৩৯ হাজার টাকার প্রস্তাাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।
বাজেট ঘোষনা করেন পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ১৫ কোটি ২০ লাখ ১৪ হাজার টাকা ও উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ১৭ কোটি ৫০ ল ২৫ হাজার টাকা। ঘোষিত বাজেটে ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব ঘাটতি ছিল ৮৯ লাখ ৯০ হাজার টাকা। পাশাপাশি ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব খাতে সম্ভাব্য ঘাটতি দেখানো হয়েছে ৯৮ লাখ ৬৭ হাজার টাকা। বাজেট অধিবেশন অনুষ্ঠানে অতিতি হিসাবে বক্তব্য রাখেন সান্তাহার খাদ্য শস্য সাইলো অধিক্ষক শাহারিয়ার মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি, পৌরসভার প্যালেন মেয়র জার্জিস আলম রতন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, কাউন্সিলর মোমতাজ আলী, ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, হুমায়ুন কবির বাদশা, মো. আলাউদ্দিন, কামরুল ইসলাম, সংরতি আসনের মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না, জাহানারা বেগম, তসলিমা বেগম প্রমূখ। প্রস্তাবিত বাজেট ঘোষনা শেষে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু ঘোষিত বাজেট বাস্তবায়নে পৌরসভার সর্বস্তরের নাগরিকদের সহযোগীতা কামনা করেন।