আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আদমদীঘিস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী কাজলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, হুমায়ন কবির বাদশা, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, উপ-প্রচার সম্পাদক মিহির কুমার সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মোকলেছার রহমান, ডাঃ মজিবর রহমান, ডিএম দুলাল, রেবতী মোহন সাহা, সান্তাহার পৌর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, সম্পাদক জাহিদুর বারী, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, এ্যাড. ওয়াহেদুজ্জামান জামান, রফিকুল ইসলাম, আবুল কালাম, যুবলীগ সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, কৃষকলীগ সভাপতি আব্দুল্লাহ আল হামিম বাবু, ছাত্রলীগ নেতা আরিফিন খান তনু প্রমুখ। সভার শুরুতে উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান মুন্টুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদায়ী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় আগামী ২৩ জুন আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লে বিভন্ন কর্মসূচী বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।