বাপ্পী ভান্ডরীর মায়ের মৃত্যুতে শোক

বগুড়া রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সদস্য তৌফিকুর রহমান বাপ্পী ভান্ডরী এর মা হাসনা জাহান ভান্ডারী শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না... রাজেউন)। তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বগুড়া রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোঃ সাইরুল ইসলামম সাধারণ সম্পাদক রেজাউল বারী ঈসা, ইনামুল হক রঞ্জু, প্রকৌশলী শাহীন উদ্দিন, মামদুদুর রহমান শিপন, নাসরিন সুলতানা, রাজেদুর রহমান রাজু, খন্দকার রবিউল আলম লিটন, লায়ন আতিকুর রহমান মিঠু, মাহমুদ হোসেন পিন্টু, ঝুলফিকার আলী খান চৌধুরী ম্যাকলিন, পারভেজ হোসেন উজ্জল, আব্দুল গফুর, আব্দুল খালেক, এসএম মাহবুব উল আলম, হাসান হাবিবুর রহমান সাজু, মোসাভিভর ইসলাম সৌরভ, মহরম আলী, খাজা আবু হায়াত হিরু, খন্দকার নুর-এ -ইলাহী, ইমরান রাসেলসহ অন্যান্য সদস্যবৃন্দ শোক প্রকাশ করেন।