বাংলাদেশ কৃষক সমিতির সৈয়দপুরে ঘন্টাব্যাপী কৃষকবন্ধন কর্মসূচি পালিত

বরেন্দ্র অঞ্চলসহ সারাদেশে কৃষি সেঁচে অনিয়ম, হয়রানি, দুর্নীতি বন্ধ এবং চাহিদা ও সময়মতো ন্যায্য দামে সেঁচের পানি বিতরণসহ বিভিন্ন দাবিতে নীলফামারীর সৈয়দপুরে কৃষকবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার (১৭ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে পঞ্চগড় থেকে যমুনা সেতু ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কে ওই কৃষকবন্ধন কর্মসূচি করা হয়। নীলফামারীর সৈয়দপুরে নিয়ামতপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর -দিনাজপুর মহাসড়কে ওই কর্মসূচি পালন করা হয়েছে।
কৃষকবন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, বাংলাদেশ কৃষক সমিতির নীলফামারীর আহবায়ক আতিয়ার রহমান, সিপিবি'র নীলফামারীর সেক্রেটারী অ্যাডভোকট তারিণী মোহন অধিকারী, সিপিবির সৈয়দপুর উপজেলার সভাপতি ম, আ, শামীম, বাংলাদেশ কৃষক সমিতি সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক দেলোয়ার হোসেন জাভিস্কো, সদস্য সচিব আবুল ফজল টুটুল, যুগ্ম- আহবায়ক রফিকুল ইসলাম, ডোমার শাখার আহবায়ক গোলাম কুদ্দুস আইয়ুব, ডিমলা শাখার আহবায়ক গোপাল চন্দ্র রায়, যুগ্ম আহবায়ক মনি রায়, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জু, যুগ্ম আহবায়ক নরেশ চন্দ্র রায় প্রমুখ।
ঘন্টাব্যাপী কৃষকবন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের আশি ভাগেরও বেশি মানুষই কৃষির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। অথচ এদেশের কৃষকেরা আজ নানাভাবে অনিয়ম, হয়রানি ও দুর্নীতি শিকার হচ্ছেন। প্রতি বছর কৃষি মৌসুমে কৃষকেরা সেচসহ কৃষি উপকরণ প্রাপ্তিতে চরম দুর্ভোগ ও হয়রানির শিকার হন। কৃষকরা তাদের চাহিদা ও সময়মতো সেচ সুবিধা পান না। ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। অথচ এদেশের কৃষকেরা রোদ, বৃষ্টিসহ সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে মাথার ঘাম পায়ে ফেলে এদেশের ১৬ কোটি মানুষের খাবার উৎপাদন করে আসছেন। কিন্তু বর্তমান সরকারের দেশের কৃষি ও কৃষকের প্রতি কোন নজর নেই। দেশের কৃষি কাজে জড়িত কৃষকেরা দিন দিন নিঃস্ব হয়ে পড়ছেন।