শিবগঞ্জে ৬৩ হাজার পশু নিয়ে লোকসানের আশঙ্কায় সংকিত খামারীরা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রায় ৫ হাজার খামারী ঈদুল আজহা উপলক্ষে ৬৩ হাজার পশু লালন পালন ও মোটাতাজা করে বিক্রয়ের জন্য প্রস্তুত করে রেখেছেন। কিন্তু গো-খাদ্য মূল্যের উর্দ্ধগতি এবং ভারতীয় গরু প্রবেশের আশঙ্কায় লোকসানে সংকিত খামারীরা।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এক জরিপে দেখা গেছে ঈদুল আজহাকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলায় খামারীরা ষাড় ১২ হাজার ৪শত ৬২, বলদ ৭শত ৩৭, গাভী ২ হাজার ৭শত ৮৪, মহিষ ৬২, ছাগল ৪৫ হাজার ১ শত ১৯, ভেড়া ২ হাজার ৩শত ৫৩ গোবাদি পশু মোটা তাজা করে বিক্রয়ের আশায় প্রহর গুনছে খামারীরা। বেসরকারি তথ্য থেকে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের নতুন প্রজন্মের উদ্যোক্তা ও খামারীরা ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু মোটাজাতা করণের জন্য সরকারি-আধা সরকারি ব্যাংক, এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে উপজেলায় ছোট-বড় প্রায় ৩ হাজার পেশাদার খামারি গরু মোটাতাজা করনের জন্য গবাদী পশুর খামার গড়ে তোলেছেন। এই সব খামারীদের মধ্যে এ্যাগ্রো ফার্ম চন্ডিহারা এর স্বত্ত্বাধীকারী গোলাম রসুল খান রানা জানান, গত বৎসর প্রায় ৩শতটি গরু খামারে লালনপালন করেছিলাম। এবার বৈশিক মহামারি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও গো-খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে খামারে গরুর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। লাভ তো দূরের কথা মূলধন ঘরে তোলায় কষ্ট সাধ্য হয়ে দাঁড়াবে। শিবগঞ্জ পৌর এলাকার এস.এম ডেইরী ফার্ম স্বত্ত্বাধীকারী সানোয়ার হোসেন অর্ক জানান, শিবগঞ্জ পৌর এলাকার শিশুপার্ক রোডে পৈত্রিক জায়গায় সাথী সিনেমা হল নামে একটি চলচিত্র প্রদর্শনী ব্যবসা ছিল। চলচিত্র মন্দাভাবের কারণে সিনেমা হল গুলো বন্ধ হয়ে যেতে থাকলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক ব্যবসা থাকলেও শখের বশে গত কয়েক বছরে পরিশ্রম দিয়ে নিজেকে খামারী হিসাবে নিজেকে দাড় করানোর চেষ্টা করছি। এবার আমার ফার্মে ৪৬টি গরু রয়েছে। এর মধ্যে ঈদ উপলক্ষে ২২টি গরু বিক্রয়ের জন্য প্রস্তুত রেখেছি। ২ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত গরু ঈদ উপলক্ষে অনলাইন সহ বিভিন্ন ভাবে বিক্রয়ের জন্য চেষ্টা করছি। আমাদের উত্তর অঞ্চলের প্রবেশদ্বার বগুড়া শিবগঞ্জে মহাস্থান, বুড়িগঞ্জ, দাড়িদহ সহ প্রায় ২০ থেকে ২৫টি হাট বসে। হাটগুলোতে এলাকার খামারীদের গরু বিক্রয় করে থাকে। খামারীরা এলাকার চাহিদা মিঠিয়ে তাদের গরু দেশের বিভিন্ন ঢাকা, চট্ট্রোগ্রাম, সিলেট, নারায়নগঞ্জ সহ বিভিন্ন হাটে ব্যবসায়ীরা আমাদের এলাকা থেকে গরু নিয়ে গেয়ে বিক্রয় করে থাকে। তাই সরকার যদি এই ঈদে ভারতীয় গরু সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ রোধ করতে না পারে, তাহলে দেশের খামারীরা লোকসানের কারণে তাদের খামার টিকে রাখা কষ্ট সাধ্য হয়ে দাঁড়াবে। তাই সীমান্তবর্তী এলাকায় ভারতীয় পশু প্রবেশে নজরদারী বৃদ্ধি অনুরোধ জানিয়েছে।