পার্বতীপুরে ২০২১ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড সংবর্ধনা

“স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কাবিং” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর রেলওয়ে জেলার আয়োজনে “কাব কার্নিভাল” এবং বাংলাদেশ স্কাউটস পার্বতীপুর রেলওয়ে জেলার ২০২১ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্তদের সবংর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (১৭ জুন) পার্বতীপুর রেলওয়ে শহীদ ময়দানে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) তাবাসসুম বিনতে ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর রেলওয়ে জেলার সভাপতি ও রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) প্রধান নির্বাহী মোঃ রফিকুল ইসলাম ও পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন।
অনুষ্ঠানে জুনিয়র লেভেলের সোনামনি ৩০টি গ্রুপ ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কাব কার্নিভালে। বুধবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে জেলার ৩৯ জন স্কাউটের ক্রেস্ট ও বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের গর্ব বাংলাদেশ স্কাউটস এর দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ইলিশ প্রাপ্ত আব্দুর রহিম শিকদারকে রৌপ্য ইলিশ পদক ও প্রেসিডেন্ট স্বাক্ষরিত স্বীকৃতি সনদ সহ অন্যান্যদের শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।
এতে আরও উপস্থিত ছিলেন কর্মব্যবস্থাপক ডিজেল লোকোমোটিভ কারখানা ফয়েজ আহমেদ খান, বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম) গোলাম কিবরিয়া মধু, আঞ্চলিক উপকমিশনার (স্পেশাল ইভেন্টস) মোঃ ফজলুল বারী মল্লিক, বাংলাদেশ স্কাউটস রেলওয়ে নৌ ও এয়ার অঞ্চলের আঞ্চলিক পরিচালক লতিফ উদ্দীন আহমেদ, পার্বতীপুর রেলওয়ে জেলার সম্পাদক মোঃ আখতারুজ্জামান সহ পার্বতীপুর রেলওয়ে জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।