সৈয়দপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) - ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জুন) বিকেলে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই ফাইনাল খেলার আয়োজন করে।
রবিবার ফাইনাল খেলায় সৈয়দপুর পৌরসভা একাদশ বনাম খাতামধুপুর ইউনিয়ন একাদশ দল পরস্পরের মুখোমুখি হয়। এতে সৈয়দপুর পৌরসভা একাদশ ৭-০ গোলে খাতামধু একাদশকে পরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আর এ ফুটবল টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন জিতু এবং সর্বোচ্চ গোলাদাতা নির্বাচিত হয়েছেন সিয়াম সরকার
ফাইনাল খেলাটি পরিচালনা করেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) রেফারি মো. শরিফুল ইসলাম। আর সহকারী রেফারি ছিলেন মো. গোলাম মোস্তফা ও ব্রজেন রায়।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোখছেদুল মোমিন। ট্রফি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফয়সাল রায়হান।
উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জুন) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) -২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়। এ টুর্নামেন্টে উপজেলার পাঁচটি ইউনিয়ন ফুটবল দল ও সৈয়দপুর পৌরসভাসহ মোট ছয়টি ফুটবল দল অংশ নিচ্ছে।