পার্বতীপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাজের মানববন্ধন

জামালপুরের সাংবাদিক নাদিমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পার্বতীপুর উপজেলার সাংবাদিক সমাজ। রবিবার (১৮ জুন) দুপুরে পার্বতীপুর পৌর শহরের নতুন বাজার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন মিডিয়ার কর্মরত স্হানীয় সংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন। সভায় বক্তরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা এখন প্রায়ই হামলার শিকার হচ্ছেন। কিন্তু তার কোন প্রতিকার হচ্ছে না। আজ সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে। তাই সাংবাদিক নাদিক হত্যার জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শান্তির নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে জানিয়েছেন পার্বতীপুরের সাংবাদিক সমাজ।