শাজাহানপুরে খামারিদের নগদ অর্থ ও উপকরণ বিতরণ

বগুড়ার শাজাহানপুরে প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় খামারিদের মাঝে উন্নত জাতের ঘাস চাষ প্রদর্শনী প্লট স্থাপনের জন্য নগদ অর্থ ও উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বাস্তবায়নে উপজেলার ৯টি ইউনিয়নের ১০ জন খামারির মাঝে নগদ অর্থ ও উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা: হোসাইন মোহাম্মাদ রাকিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, ওসি শহীদুল ইসলাম,শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, ভেটেরিনারী সার্জন ডা: মো. তারেক হাসান সহ বিভিন্ন খামারিবৃন্দ অংশ নেন।