সৈয়দপুর পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল ২ কোটি ৯১ লাখ

নীলফামারীর প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভার কাছে নর্দার ইলেকট্রিকসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) দুই কোটি ৯১ লাখ টাকা বিদ্যূৎ বিল বকেয়া পড়েছে। আর ওই বকেয়া বিদ্যূৎ বিল আদায়ে সৈয়দপুর পৌরসভা প্রধান কার্যালয়ের বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন গিয়ে বাঁধা সম্মূখীন ও চরম হেনস্থার শিকার হয়েছে নেকসোর রাজশাহীর উপ-মহাব্যবস্থাপকসহ স্থানীয় কর্মকর্তা - কর্মচারীরা। সৈয়দপুর পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে গত সোমবার (১৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটেছে। পরে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের মধ্যস্থতায় বিচ্ছিন্ন বিদ্যূৎ সংযোগ পুনঃসংযোগ উদ্যোগ নেয়া হয়েছে।
নেসকো’র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর পৌরসভার প্রধান কার্যালয়, পৌর কমিউনিটি সেন্টার, সড়কবাতির জন্য নেসকোর বিদ্যুৎ সংযোগের ৩৬ টি হিসাব রয়েছে। এর বাইরেও সৈয়দপুর পৌরসভার ৩৩টি অবৈধ সংযোগ রয়েছে বলে দাবি নেসকো কর্তৃপক্ষের। গত কয়েক বছরে শুধুমাত্র উল্লিখিত বৈধ সংযোগের হিসেবে বিপরীতে সৈয়দপুর পৌরসভার কাছে নেসকো’র সর্বমোট দুই কোটি ৯১ লাখ এক হাজার ৩২৮ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। সর্বশেষ গত ৭ মে সৈয়দপুর পৌরসভার মেয়র বরাবরে বকেয়া বিদ্যূৎ বিল পরিশোধের চিঠি দেয় নেসকো। এর আগে নেসকো কর্তৃপক্ষ (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাাই কোম্পানি লিমিটেড) কয়েক দফা সৈয়দপুর পৌরসভার মেয়র বরাবরে বকেয়া বিদ্যূৎ বিল পরিশোধের জন্য পত্র দেয়। যার অনুলিপি নেসকো’র উর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়াও নীলফামারী জেলা এবং সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র দপ্তরে দেওয়া হয়েছে। এর বাইরেও নেকসোর উর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় নির্বাহী প্রকৌশলী সৈয়দপুর পৌর মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে একাধিকবার সরাসরি সাক্ষাৎ করে বকেয়া বিদ্যূৎ বিল পরিশেধের জন্য অনুরোধ জানান। কিন্তু সৈয়দপুর পৌরসভা কর্তৃপক্ষ নেসকোর বকেয়া বিদ্যূৎ বিলের জন্য দেয়া চিঠি ও সাক্ষাৎ করে তাগাদা দেওয়ার বিষয়টি আমলে নেননি। এ অবস্থায় নেসকো কর্তৃপক্ষ সরকারি বকেয়া রাজস্ব আদায়ে গত সোমবার (১৯ জুন) সৈয়দপুরে বিদূৎ সংযোগ অভিযান পরিচালনা করে। নেসকোর রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক সাখাওয়াৎ হোসেন তালুকদারের নেতৃত্বে ও সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার উপস্থিতিতে ওই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দুই কোটি ৯১ লাখ এক হাজার ৩২৮ টাকা বিদ্যূৎ বিল বকেয়া থাকায় সৈয়দপুর পৌরসভার প্রধান কার্যালয়ের বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আর বকেয়া বিদ্যূৎ বিলের কারণে বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন করায় নেসকোর অভিযানে থাকা তিনটি গাড়ী সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নেসকোর কর্মকর্তা-কর্মচারীরে রাস্তার মধ্যে বেলা সোয়া একটা থেকে পৌণে তিনটা পর্যন্ত আটকে রাখেন সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা কর্মচারীরা। এ সময় তাদের সঙ্গে পৌর কাউন্সিলর ও কর্মচারীরা চরম অসৌজন্যমূলক আচরণ করাসহ হেনস্তা করা হয়। শুধু তাই নয় শহরের বঙ্গবন্ধু সড়কে নেসকোর অফিসের সামনেও সৈয়দপুর পৌরসভার ময়লা আবর্জনার পাঁচটি গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুঁটে আসেন। পরে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের মধ্যস্থতায় বকেয়া বিদ্যূৎ বিল আদায়ের জন্য বিচ্ছিন্ন করা বিদ্যূৎ সংযোগ পুনঃসংযোগ প্রদান করা হয়।
নেসকোর সৈয়দপুর বিদ্যূৎ বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, সৈয়দপুর পৌরসভার ৩৬ টি বিদ্যূৎ সংযোগের হিসাবের বিপরীতে প্রায় প্রতিটিরই গড়পড়তা বিল বকেয়া রয়েছে। সব হিসাব মিলে সর্বমোট দুই কোটি ৯১ লাখ এক হাজার ৩২৮ টাকা বকেয়া রয়েছে। তাদের বার বার চিঠি দেওয়া সত্তে¡ও বকেয়া বিল পরিশোধে কোন উদ্যোগে নেননি পৌর কর্তৃপক্ষ। এছাড়া প্রদত্ত বিদ্যূৎ বিলের ব্যাপারে পৌর কর্তৃপক্ষের যে আপত্তি ছিল, তা কমিটির গঠনের মধ্যে গত ২০২১ সালেই সুরাহা করা হয়েছে। তাই আামদের প্রাথমিক পদক্ষেপ হিসেবে গত সোমবার অভিযান পরিচালনা করে সৈয়দপুর পৌরসভার প্রধান কার্যালয়ের বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আর এতে ক্ষিপ্ত হয়ে বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন করায় অভিযানে থাকার নেসকোর তিনটি গাড়ীর সামনে ও পেছনে পৌরসভার ময়লা আবর্জনার গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের প্রায় দুই ঘন্টা রাস্তায় আটক হয়েছিল। শুধু তাই নয়, এ সময় আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হেনস্থা করা হয়েছে। পরে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছেন। পরবর্তীতে তাঁর মধ্যস্থতায় বকেয়া বিদ্যূৎ বিল পরিশোধে পৌর প্যানেল মেয়র-১ এর আশ্বাসের পরিপ্রেক্ষিতে পৌরসভার প্রধান কার্যালয়ের বিচ্ছিন্ন করা সংযোগ পুনঃসংযোগ দেয়া হয়েছে।
সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ শাহিন হোসেন বলেন, পূর্বে নেসকো থেকে অনেক বেশি অংকের ভূতুরে বিদ্যূৎ বিল দেওয়া হয়েছে।। পৌরসভার বিদ্যূৎ সংযোগের হিসেবে বিপরীতে নেসকো’র দেওয়া বিল নিয়ে আমাদের আপত্তি রয়েছে। ইতিমধ্যে এ নিয়ে একটি তদন্ত কমিটিও করা হয়েছে। কমিটি বিষয়টি খতিয়ে দেখার পরই বকেয়া বিদ্যূৎ বিল পরিশোধের ব্যবস্থা গ্রহন করা হবে। আর এ জন্য আমাদের সময় দিতে হবে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেন, সৈয়দপুর পৌরসভা একটি স্বায়ত্ত¡শাসিত জনসেবামুলক প্রতিষ্ঠান। আর নেসকোও একটি সেবামূলক সংস্থা। এ অবস্থায় সৈয়দপুর পৌরসভার দাপ্তরিক কার্যক্রম চলমান রাখতে বিচ্ছিন্ন বিদ্যূৎ পূনঃসংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে সৈয়দপুর পৌরসভা কর্তৃপক্ষকে বকেয়া বিদ্যূৎ বিল পরিশোধে তাগিদ দেওয়া হয়। নতুবা পরবর্তীতে নেসকো কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহন করবেন।