গ্রামীণ ব্যাংক সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

গ্রামীণ ব্যাংক দিনাজপুর জোনের পার্বতীপুর এরিয়াধীন ফতেজংপুর চিরিরবন্দর শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৩ এর আওতায় সদস্যদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সকালে ফতেজংপুর চিরিরবন্দর শাখার আট হাজার ৮৭০ জন সদস্যের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
গ্রামীণ ব্যাংক ফতেজংপুর চিরিরবন্দ শাখার শাখা ব্যবস্থাপক মো: মাহবুব জামিল উপস্থিত থেকে সদস্যদের হাতে গাছের চারাগুলো তুলে দেন। এ সময় গ্রামীণ ব্যাংক ফতেজংপুর চিরিরবন্দর শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
ফতেজংপুর চিরিরবন্দর শাখার শাখা ব্যবস্থাপক জনাব মো. মাহবুব জামিল, গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিশেষ নির্দেশনা অনুসারে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে গতকাল তাঁরা ফতেজংপুর চিরিরবন্দর শাখার ৮ হাজার ৮৭০ জন সদস্যের মধ্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করে।