এবারে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ১৪ শিক্ষার্থীর বুয়েট সুযোগ

এবারে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের একটি সরকারি কলেজ থেকে ১৪ জন শিক্ষার্থী একই সাথে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন। আর স্বনাম খ্যাত এ শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এর আগে গত শিক্ষাবর্ষে এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৮ জন শিক্ষার্থী বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছিল। এছাড়াও এবারে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ৩৫ জন শিক্ষার্থী বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
গতকাল সোমবার (১৯ জুন) বাংলদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২০২৩ইং শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেখা যায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ১৪ জন শিক্ষার্থী বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন।
কলেজ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০২১-২২ শিক্ষাবর্ষে এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ১৮ জন শিক্ষার্থী বুয়েটে ভর্তির সুযোগ পায়। একই বর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ৩৫ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল। আর গত বছর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল ৩৯ জন শিক্ষার্থী।
এ বিষয়ে সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম আহমেদ ফারুক জানান, চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা করোনাকালী শিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যয়ন করেছে। তারা কলেজের ক্লাস রুমে বসে নিময়মিত ক্লাস করার সুযোগ পায়নি। তাদের বেশিভাগ সময়টিতে অনলাইনের কøাস করতে হয়েছে। তাছাড়া মডেল পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়নি। তবুও নিঃসন্দেহে আশাতীত সাফল্য দেখিয়েছে শিক্ষার্থীরা।
তিনি আরো জানান, কলেজের সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং সকলের সার্বিক তদারকিতে শিক্ষার্থীরা প্রতিবছর আশানুরূপ ফলাফল করছে। এছাড়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সফলতা বয়ে নিয়ে আসছে শিক্ষার্থীরা।
উল্লেখ, সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষাগুলোতে ধারাবাহিকভাবে ঈর্ষান্বিত ফলাফল করে আসছে। আর প্রতিবছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি পরীক্ষায়ও অনন্য মেধার স্বাক্ষর রেখে চলেছেন কলেজটির শিক্ষার্থরা। ইতোমধ্যে এ সব সাফল্যের কারণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি কলেজটি পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেছেন ।