নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের ইন্তেকাল

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ইন্তেকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। গতকাল বুধবার (২১ জুন) দুপুর পৌণে ১২টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশকিছু দিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ মাগরিব শহরের নিয়ামতপুরস্থ সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদ এশা উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুরে তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহনওয়াজ শানু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি জিকরুল হক, সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, দপ্তর সম্পাদক এফাজ উদ্দিন সরকার, কোষাধ্যক্ষ মনছুর আলী প্রমুখ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।