স্মার্ট বাংলাদেশে স্মার্ট কর্মত্রে তৈরি করবে জয় সেট সেন্টার: প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশের তরুণ-তরুণীদের স্মার্ট কর্মত্রে তৈরি করবে জয় সেট সেন্টার।
শনিবার (২৪জুন) সকাল ৯ টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনে জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরো বলেন, জয় সেট সেন্টারে প্রশিণ নিয়ে ঘরে বসে এই এলাকার তরুণ-তরুণীরা ল ল টাকা আয় করতে পারবে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্তাবধানে আমরা সফলভাবে ডিজিটাল বাংলাদেশ গড়তে পেরেছি। এখন স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করেছে। এ সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে তুলে ধরার পাশাপাশি বিগতদিনের বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ৪দলীয় জোট সরকারের দুঃশাসনের চিত্রও তুলে ধরবেন। তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারো নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। এ দেশের জনগণ আগুন-সন্ত্রাসীদের আর মতায় দেখতে চায় না।
সেসময় উপস্থিত ছিলেন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, সংসদ সদস্য একে.এম রেজাউল করিম তানসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ও জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন প্রমুখ। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথির বক্তব্য রাখেন।