পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো আওয়ামীলীগ এর ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী

দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে, দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলার সভাপতি ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন এর সঞ্চালনায়
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক সর্দার,পৌর আওয়ামীলীগ এর সভাপতি মোশারফ হোসেন সমাজ, পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক গোলাম ফারুক অভি,সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমিনীন মোমিন,উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও খোলাহাটি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দীক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুকশানা বারী রুকু,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুলতানা নাসরিন,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহারিয়া ইফতেখার চৌধুরী বিপ্লব,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব নয়ন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোতালেব হোসেন পন্টিং,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন স্বপন,
উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম,প্যানেল মেয়র মন্জুরুল ইসলাম মন্জুসহ উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ এর বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।