আদমদীঘিতে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বাষিকী পালিত

গৌরব ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি পালন কল্পে শুক্রবার সকালে উপজেলা ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ আঞ্চলিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে মাল্যদান সহ দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন প্রচার করা হয়। বাদ জুম্মা আদমদীঘি কেন্দ্রীয় বাবা আদম (রঃ) এর মাজার ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলার সান্তাহার শহরে এক বিশাল বর্নাঢ্য র্যালী শেষে স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কুদতর-ই-এলাহী কাজলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ, সাবেক গর্ভনর প্রবীন আ’লীগ নেতা কছিম উদ্দীন আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুল মতিন, প্রবীণ আ’লীগ নেতা গোলাম মোর্শেদ, জেলা আ’লীগ নেতা আশরাফুল ইসলাম মুন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, হুমায়ন কবির বাদশা, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন, সমিনুল ইসলাম, সান্তাহার পৌর আওয়া লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারন সম্পাদক এস, এস জাহিদুর বারী, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, শ্রমিকলীগ নেতা রাশেদুল ইসলাম রাজা প্রমূখ।