সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন কিছু করি এর আত্মপ্রকাশ

নীলফামারীর সৈয়দপুরে কিছু করি নামে আরো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সংগঠনটির লোগো উন্মোচন ও আহ্বায়ক কমিটির পরিচিতি পর্বের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এ স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন। যাত্রার প্রাক্কালে সংগঠনটির কার্যক্রম সুষ্ঠু ও সুচারুভাবে পরিচালনার জন্য ১২ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির গঠন করা হয়েছে। আর ম. ম রেজাউল হক বিদ্যূৎকে আহবায়ক এবং কুতুব উদ্দিন আলোকে সদস্য সচিব করে ওই আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির অন্যান্যরা হচ্ছে, যুগ্ম-আহবায়ক মো. জোবায়দুর রহমান শাহীন ও কৃষিবিদ এম.এ মুবিন সরকার এবং সদস্যরা হলেন মজিবর রহহমান স্বপন, হাফিজুর রহমান নান্নু, মো. আসাদুজ্জামান আসাদ, মোখলেছুর রহমান মিন্টু, শেখ মে. মাসুম, মো. আসাদুল ইসলাম আসাদ, আরিফুর আনোয়ার সুমন ও মো. অলিয়ার রহমান আদর।