সৈয়দপুরে স্মার্ট বাংলাদেশ ও রোবটিক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে “কিছু করি” সংগঠনের লোগো উন্মোচন এবং স্মার্ট বাংলাদেশ ও রোবটিক্স শীর্ষক এক সেমিনার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২২ জুন) রাতে লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন কিছু করি ওই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান।
কিছু করি সংগঠনের আহ্বায়ক এম এম রেজাউল হক বিদ্যূৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
সেমিনারের প্রধান বক্তব্য ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটি’র ল্যাবরেটরি অফ স্পেস সিস্টেম ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর স্টুডেন্ট রিসার্চার এবং ব্র্যাক দ্বীচারি ও ব্র্যাক অল্টার এর প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মুনতাসীর আহাদ।
কিছু করি সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীনের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক লোকমান হাকীম লিটন, ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইয়ুম শেখ, সৈয়দপুর বিজ্ঞান কলেজের সিনিয়র শিক্ষক আ. ত. ম. রেজাউল করিম, সাংবাদিক এম আর আলম ঝন্টু ও জসিম উদ্দিন প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই মাল্টিমিডিয়া প্রজেক্টেরের মাধ্যমে কিছু করি সংগঠনের লোগো’র শুভ উন্মোচন করা হয়। পরে ১২ সদন্য বিশিষ্ট কিছু করি সংগঠনের আহবায়ক কমিটির পরিচিতি পর্বে তাদের পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা।
স্মার্ট বাংলাদেশ ও রোবটিক্স শীর্ষক সেমিনারে সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আল-মিজানুর রহমান, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিজ্ঞান ও আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।