আদমদীঘিতে ঈদকে সামনে রেখে কামার শিল্পীরা মহা ব্যস্ত

বগুড়ার আদমদীঘি উপজেলায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছে কামার শিল্পীরা। বছরের এই সময়টিতে আয় ভাল হয় বলে রাত দিন কাজ করছে তারা। ফলে দম ফেলারও সময় পাচ্ছে না তারা এখন। কামার পাড়ায় এখন পুরোদমে চলছে দা, ছুরি, বটি, চাপাতি তৈরির কাজ। কেউবা ব্যস্ত পুরাতন দা-ছুরি ধার দিতে।
উপজেলার বিভিন্ন কামারদের দোকান ঘুরে দেখা গেছে, কোরবানির পশু কাটাঁ-ছেড়া করার জন্য লোকজন দা, ছুরি, শান দেওয়ার জন্য নিয়ে আসছে কামারদের দোকানে। আবার এসব দোকান থেকে অনেক পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন তাদের তৈরি সমগ্রী। উপজেলার সদর তালসন, নশরৎপুর,কুন্দগ্রাম,সাওইল,কাঞ্চনপুর,সান্তাহার রথাবাড়ী, হাটখোলা এলাকায় কামারদের বসবাস। পোড়া কয়লার গন্ধ, হাপরের হাসঁপাঁঁস আর হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে এলাকা মুখরিত। ক্রেতাদের উপচে পড়া ভীড় কামারদের দোকানগুলোতে।
সৌরভ কর্মকার এর সাথে কথা বলে জানা যায়, স্প্রিং লোহা ও কাচাঁ লোহা ব্যবহার করে এসব উপকরন তৈরি করা হয়। স্প্রিং লোহা দিয়ে তৈরি উপকরনের মান ভালো দামও বেশি। লোহার মান ভেদে উপকরনের দাম নির্ভর করে। পশুর চামড়া ছড়ানো ছুরি ১০০ টাকা থেকে ২০০ টাকায়, দা ১৫০ টাকা থেকে ৩০০ টাকা, পশু জবাইয়ের বড় ছুরি ৩০০ টাকা থেকে ৫০০ টাকা, বটি ১৫০ টাকা থেকে ২৫০ টাকা, চাপাতি ৫০০ টাকা থেকে ১০০০ টাকায় বিক্রি হয়। আদমদীঘি উপজেলা সদরের তালসন গ্রামের সাধন কর্মকার জানান, বর্তমানে আধুনিক যন্ত্রপাতি বাজারে আসায় আমাদের তৈরী পন্যের কদর কমেছে। ফলে কামাররা ভাল নেই। সংসার চালোনোই কঠিন হয়ে পড়েছে। তবে ঈদের এই সময়টিতে আমাদের আয় বাড়ে। তিনি আরোও বলেন, এই শিল্প অনেকটা বিলুপ্তির পথে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কামার শিল্প হয়তো ঘুরে দাঁড়াতে পারবে।