পার্বতীপুরে উপকারভোগীর মাঝে ক্ষুদ্র ঋণ বিতরন

"সমাজসেবার ক্ষুদ্র ঋণ, ঘোচায় দৈন্য আনে সুদিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে উপকারভোগীর মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এই ঋণ বিতরণ করা হয়।
দারিদ্র বিমোচনের উদ্দেশ্যে ১৯৭৪ সালে জাতির জনক শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রবর্তিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুতিকাগার হিসেবে স্বীকৃত আরএসএস (পল্লী সমাজসেবা কার্যক্রম) কার্যক্রম এর আওতায় ১৫,৬১,০০০/= টাকা ৪২ জন উপকারভোগীর মাঝে বিতরণ (বিনিয়োগ ও পুনবিনিয়োগ) করা হয় ।
উপকারভোগীর মাঝে ঋণ বিতরণ করেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর ও মুহাম্মদ ইসমাঈল, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর। এ সময় আরো উপস্থিত ছিলেন আহসান হাবীব, উপজেলা প্রকৌশলী, পার্বতীপুর এবং তাপস রায় উপজেলা সমাজসেবা অফিসার।