পার্বতীপুরে সনাতন ধর্মালম্বী একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহন

দিনাজপুরের পার্বতীপুরে সনাতন ধর্মালম্বী একই পরিবারের ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে।
জানা যায়, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাটিকাঘাট গ্রামের পঞ্চােমি ডাক্তার বৃহস্পতিবার (২২ জুন) স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার দিনাজপুরের আদালতের মাধ্যমে নিজেদের নাম,ধর্ম পরিবর্তন করেন।
ইতিপূর্বে তিনি সনাতন ধর্মাবলম্বী হলেও কোন পুজা করতেন না। তার বাড়ীর পাশে মসজিদের আজানের সুর পঞ্চােমির হৃদয়ে দাগ কাটে তখন থেকে মনে মনে ইসলাম ধর্মের প্রতি আগ্রহ বাড়ে তার। তাছাড়া মুসলমানদের সাথে চলাফেরা সহ ইসলাম ধর্মীও বই পড়ে ইসলামের প্রতি দুর্বল হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।
বর্তমান তাদের ইসলামী নামকরন করা হয়েছে। শ্রী পঞ্চমির পরিবর্তে মোহাম্মদ আব্দুল্ল্যাহ, বড় ছেলে শ্রী মাসুদ রায় থেকে মোঃ মাহমুদুল হাসান মাসুদ, ছোট ছেলে শ্রী বাদল রায় থেকে মোঃ আবরার ফাহাদ রানা,বড় মেয়ে শ্রীমতি চম্পা রানী থেকে মোছাঃ হাফসা সুলতানা, ছোট মেয়ে শ্রীমতি লতা রানী থেকে মোছাঃ লতিফা খাতুন নাম রেখেছেন।
এদিকে এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা আনন্দের সাথে তাদের পাশে থেকে সকল প্রকার সহযোগীতা করবেন বলে জানিয়েছেন।
পার্বতীপুর উপজেলার হামিদরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ জিল্লুর রহমান ধর্ম পরিবর্তন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।