আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পঞ্চগড়ে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ২০২২- ২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ এর খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়।
সেই কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার(২৪জুন) সকালে ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ১ হাজার ৮২৫ জন উপকার ভোগীর মাঝে ১০ কেজি হারে ১৮.২৫. মেট্রিক টন চাল বিতরণ করা হয়। মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। আমাদের ইউনিয়নেও সুষ্ঠুভাবে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। মাগুড়া ইউনিয়ন পরিষদের পক্ষ হতে তিনি মাগুড়া ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।