সৈয়দপুরে বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নীলফামারীর সৈয়দপুরে বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার ভোরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাতপাই এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল কলেছেন (ইন্নালিল্লহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনি , অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর সাতপাই স্কুল এন্ড কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজার নামাজে বীরমুক্তিযোদ্ধারা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। শেষে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ফজলুর হক দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
এর আগে সৈয়দপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা দিয়ে কফিন আচ্ছাদিত করে দেয়া হয়।
পরে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম উপস্থিত থেকে মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মফিদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।
মরহুম বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী , কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগ প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।