এরুলিয়া কিশোর-কিশোরী ক্লাবের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

শনিবার এরুলিয়া কিশোর-কিশোরী ক্লাবের আয়োজনে প্রাক্তন ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও নতুন ব্যাচের শিক্ষার্থীদের পরিচয় পত্র প্রদান করা হয়। আনন্দঘন এই আয়োজনে উপস্থিত ছিলেন এরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আতিকুর রহমান আতিক, ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক ও সংরক্ষিত মহিলা বিষয়ক সদস্য আসমা আক্তার সরকার , জেন্ডার প্রমোটার মোস্তাফিজুর রহমান, আবৃত্তি শিক্ষক কনক কুমার পাল অলক এবং সঙ্গীত শিক্ষক নির্মল রায়।
অনুষ্ঠানের শুরুতেই এরুলিয়া কিশোর কিশোরী ক্লাব এর সদস্যবৃন্দ স্কুল প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, এরপর এরুলিয়া কিশোর-কিশোরী ক্লাবের পক্ষ হতে স্কুল প্রাঙ্গনে ফলজ বৃক্ষ রোপন করা হয়। তারপর শুরু হয় মূল অনুষ্ঠান। সনদপত্র বিতরণের আগে শিক্ষার্থীবৃন্দ গান, আবৃত্তি পরিবেশন করেন।
উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সকল নান্দনিক পরিবেশনা উপভোগ করেন এবং সম্মানীয় চেয়ারম্যান মহোদয় মন্তব্য খাতায় মন্তব্য লেখেন।
সবশেষে পুরাতন শিক্ষার্থীবৃন্দ সনদপত্র গ্রহণ করেন এবং নবীন শিক্ষার্থীবৃন্দ পরিচয় পত্র গ্রহণ করেন। আজ এরুলিয়া কিশোর-কিশোরী ক্লাবে নতুন এবং পুরাতন ব্যাচের সর্বমোট ৫৫ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলো।
সবশেষে শিক্ষার্থীদের মাঝে নাস্তা বিতরণ করে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।