পোরশায় বিদ্যুৎ বিল বাঁকি রাখায় কারাগারে যুবক

নওগাঁর পোরশায় পল্লী বিদ্যুতের বকেয়া বিদ্যুৎ বিল ৬১হাজার ৪৬০টাকা পরিশোধ না করায় শাওনা উরাও(৪৫) নামের এক ক্ষুদ্রনৃগোষ্ঠী যুবককে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটক শাওনা উরাও উপজেলার বড়গ্রাম বাজিনাপুকুর গ্রামের মহাদেব উরাও এর ছেলে। গত শুক্রবার দিবাগত রাতে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে পোরশা থানা পুলিশ।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পোরশা জোনাল অফিসের ডিজিএম সেকেন্দার আলী জানান, শাওনা দীর্ঘদিন তার বাড়ির আবাসিক মিটার ব্যবহার করে আসছেন। গত বছর ২০২২ইং সালের মার্চ, এপ্রিল ও মে এই ৩ মাসে তার বিদ্যুৎ বিল আসে ৬১হাজার ৪৬০টাকা। এই টাকা তিনি পরিশোধ না করলে, বকেয়া পরিশোধের জন্য পল্লী বিদ্যুৎ তাকে বারবার নোটিশ পাঠায়। নোটিশ পাওয়ার পরেও তিনি বকেয়া পরিশোধ না করায় পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ তার বিরুদ্ধে আদালতে মামলা করে। মামলার প্রেক্ষিতে আদালত শাওনা উরাও এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। গত শুক্রবার দিবাগত রাতে তাকে তার নিজ বাড়ি থেকে থানা পুলিশ আটক করে।
পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, বিদ্যুৎ বিভাগের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। গতকাল শনিবার শাওনাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।