শাজাহানপুরে কোরবানির হাটে সেবা দিচ্ছেন ভেটেরিনারি মেডিকেল টিম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্থায়ী-অস্থায়ী ১১ টি কোরবানির হাটগুলোতে সেবা দিয়ে যাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম।
কোরবানি হাটগুলোতে সেবা প্রদানের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে তিনটি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
টিমগুলোর কাজ সমন্বয় এবং তদারকি করছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোহাম্মাদ রাকিবুর রহমান।
রবিবার বিকালে উপজেলা খরনা পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায় কোরবানির হাটে আসা অসুস্থ পশু চিহ্নিত করা, হাটে হঠাৎ অসুস্থ হয়ে পড়া পশুকে প্রাথমিক চিকিৎসা,গর্ভ পরীা, লিফলেট বিতরণসহ সুস্থ গবাদি পশু ক্রয়ে নানা পরামর্শ ও সহযোগিতা প্রদান করছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম।
ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ তারেক হাসান,এলইও ডাঃ সাধনা রাণী সহ উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি মাঠ সহকারী, স্বেচ্ছাসেবক সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোহাম্মাদ রাকিবুর রহমান বলেন,উপজেলার দুবলাগাড়ী,নয়মাইল,আতাইল হাটা,ওরমদিঘী,নগর হাট সহ উপজেলা ১১ টি কোরবানির পশুর হাটে সেবা দিয়ে যাচ্ছেন ভেটেরিনারি মেডিকেল টিম।
কোরাবানীর হাটে আগত ক্রেতা-বিক্রেতারা ভেটেরিনারি মেডিকেল টিম এর সেবায় সন্তোষ প্রকাশ করেন।