সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন

স্বেচ্ছাব্রতী সংগঠন সেলফ-হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম-শার্প এর উদ্যোগে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুলও পিপল (পিপিইপিপি) প্রকল্পের আওতায় নীলফামারী জেলার ডিমলা উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
২৬ জুন সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী, মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মো. জাকারিয়া হোসেনসহ আরো বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শার্প সংস্থার প্রসপারিটি প্রকল্পের টেকনিক্যাল অফিসার-সিএম মো. রাশেদুল ইসলাম রাশেদ। এরপর পুরো ওরিয়েন্টেশনের ওপরে একটি প্রিজেন্টেশন তুলে ধরেন সংস্থার এপিসি মো. আকতারুজ্জামান রেজা।
উপজেলা পর্যায়ে বিদ্যমান বিভিন্ন সরকারি সেবা ও সুযোগ এবং এসকল ক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অংশগ্রহণকারীদের জানানো হয়। এছাড়াও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তর যেমন কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, সমাজসেবা, যুব উন্নয়ন মহিলা বিষয়ক অধিদপ্তর, স্বাস্থ্য ও পিআইও সাথে লিংকেজ তৈরির মাধ্যমে বিভিন্ন কারিগরি সেবা, ভাতাসহ বিভিন্ন সেবা ও সুযোগে অতিদরিদ্র সদস্যদেরকে সম্পৃক্ত করার ব্যাপারে আলোচনা করা হয়। কিভাবে একজন কমিউনিটির হত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ সরকারি সেবাসমূহ গ্রহণ করতে পারবেন সেই বিষয়েও আলোচনা করা হয়।