সৈয়দপুরে হাজারীহাট স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান

বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অবস্থিত কলেজ মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন এবং বিশেষ অতিথি ছিলেন হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী।
উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মো. লানচু হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঈদ পূণর্মিলনী কমিটির আহবায়ক মাহ্মুদুল হাসান।
কলেজের জ্যেষ্ঠ প্রভাষক বাবর আলীর সঞ্চালনায় ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজর অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান ও প্রাক্তন শিক্ষার্থী আফজাল হোসেন প্রমূখ।
ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে রংপুর মিউজিক পরিবারের শিল্পী ও কলেজের শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত অবধি বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামনজু,আমন্ত্রিত অতিথি,সুধীজন, কলেজ পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক এবং বর্তমান ও প্রাক্তন বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।