আদমদীঘিতে মোটরসাইকেল মূখোমুখি সংর্ঘষে নিহত ১

বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় বুলবুল (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৩ জন। গত (১জুলাই) শনিবার আনুমানিক রাত ৮ টায় আদমদীঘি-আবাদপুকুর সড়কের আমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুলবুল নওগাঁ জেলার রাণীনগর উপজেলার পারইল গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন সরদারের ছেলে। আহতরা হলেন, এই গ্রামের সৌখিন আলীর ছেলে আরোজ আলী (৪০), বিশিয়া গ্রামের মোস্তফার ছেলে মিলন (২৮) ও আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের শাহিন হোসেনের ছেলে তাজমিলুর রহমান (৩৮)।
নিহত বুলবুলের পরিবার জানায়, গত শনিবার বিকেলে বুলবুল মোটরসাইকেল নিয়ে সান্তাহার গিয়েছিল। সান্তাহার থেকে বাড়ি ফেরার পথে আমতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় দিনই বুলবুল সহ আরোও বেশ কয়েকজন পারইল বিশিয়ার ছেলেরা মদ খেয়ে মাতাল অবস্থায় বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালায়। আর বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানোর কারণে এ দুর্ঘটনা। এতে গুরুত্বর আহত হয় আরোও তিনজন। এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হয় এবং আহতদের আদমদীঘি ও বগুড়া মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।