আদমদীঘিতে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৪০ লাখ টাকার মাছ নিধন

বগুড়ার আদমদীঘিতে পুকুরে বিষাক্ত গ্যাস টাবলেট দিয়ে প্রায় ৪০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। রাত পোহালেই ঈদুল আযাহা। ঠিক সকাল সবার আগেই অর্থাৎ গত বুধবার ভোরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বালিকা বিদ্যালয়ের সামনে মৎস্য ব্যবসায়ী আব্দুল আজিজের পুকুরে এই বিষ প্রয়োগের ঘটনাটি ঘটে। এব্যাপারে আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
ভুক্তভোগী মৎস্য ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, প্রায় বছর দুয়েক পূর্বে ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দুইটি পুকুর লীজ (ভাড়া) নিয়ে রুই, কাতলা, পাঙ্গাস, মিনারকার্প, জাপানি ও তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। দুটি পুকুরে মধ্যে পূর্বপাশের পুকুরে শত্রুতামূলক ভাবে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ প্রায় ৬৫মণ মাছ নিধন করা হয়েছে। ঈদের আগের দিন গত বুধবার ভোর রাতে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় মাছগুলো দেখতে পেয়ে তাকে খবর দেন। এরপর আজিজ দ্রুত পুকুরে ছুটে এসে দেখে তার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে তার প্রায় ৪০ লাখ টাকার তি হয়েছে বলে দাবি করেন। তিনি আরো জানান, পূর্বশত্রুতার জের ধরেই আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।