সৈয়দপুরে পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়

নীলফামারীর সৈয়দপুরের ঐহিত্যবাহী পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের ঈদ পূণর্মিলনী ও দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের শহীদ স্মৃতি অম্লান চত্বর সংলগ্ন এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে ওই ঈদ পূণর্মিলণী ও সাধারণ সভার আয়োজন করা হয়।
ঈদ পূণর্মিলণী ও সাধারণ সভায় সভাপতিত্ব করেন পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাবের সভাপতি ও সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
ঈদ পূণর্মিলনী ও সাধারণ সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক এস কে কাইয়ুম। আর সংগঠন প্রতিষ্ঠার ইতিকথা তুলে ধরেন প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বুলবুল।
এতে বক্তব্য অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতাকালিণ সদস্য সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা খাতুন লাকী ও দৈনিক আলাপন সম্পাদক লায়ন আমিনুল হক।
এছাড়াও স্মৃতিচারণা করেন কার্যকারী সভাপতি সাইফুল ইসলাম পলাশ, প্রতিষ্ঠাতাকালীণ সদস্য সাঈদ রেজা, ইকবাল ইউসুফ, ফিরোজ আলি, মোহাম্মদ আলী, আব্দুর রহিম, আমিন মন্ডল, বিপ্লব, লাজু প্রমুখ। সভায় সংগঠনের উপদেষ্টামন্ডলী, প্রতিষ্ঠাকালিন সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগেই সভায় শুরুতেই প্রতিষ্ঠাকালিন সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। শেষে সংগঠনের প্রয়াত সদস্যবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়েছে।