ভ্রমণ ট্যাক্স দ্বিগুণ দিয়ে হিলি চেকপোস্ট দিয়ে দু'দেশে যাতায়াত করছেন পাসপোর্ট যাত্রীরা

১০০০ টাকা ভ্রমণকর দিয়ে পাসপোর্ট ধারী যাত্রীরা ভারত-বাংলাদেশে আসা-যাওয়া করছেন দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে। যা বিগত দিনে নির্ধারণ ছিলো ৫০০ টাকা। ভ্রমণকর দ্বিগুণ হওয়াতে বিপাকে পড়েছেন দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রীরা। অতিরিক্ত ভ্রমণ কর প্রত্যাহারের দাবি এসব যাত্রীদের।
শনিবার ( ১ জুলাই) নতুন অর্থবছর থেকে এটি কার্যকর করে কাস্টমস কর্তৃপক্ষ। যার ফলে বিপাকে পড়েছেন এই দুই দেশের মধ্যে চলাচল করা পাসপোর্ট যাত্রীরা।
এর আগে ভ্রমণকর ৫০০ টাকা করে নেওয়া হতো। শনিবার সকাল থেকে নেওয়া হচ্ছে ১০০০ টাকা। এদিকে পাসপোর্ট যাত্রীরা বর্ধিত ভ্রমনকর সরকারের কাছে প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
হিলি স্থল শুল্ক স্টেশন সূত্র জানায়, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে বিদেশ ভ্রমণের ওপর এই ভ্রমণকর নির্ধারণ করেন। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সড়কপথে ভারতে গেলে ১০০০ টাকা এবং বিমানে গেলে ২০০০ টাকা ট্যাক্স দিতে হবে। একই ভাবে ভারতীয় কোন নাগরিক বাংলাদেশে আসার পর ভারতে ফিরে যাওয়ার সময় তারাও এই ভ্রমণকর পরিশোধ করবেন।
বর্তমানে হিলি চেকপোস্ট দিয়ে প্রতিদিন শত, শত বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা ভারতে চিকিৎসা, লেখাপড়া, ভ্রমন, ব্যবসা সংক্রান্ত ও আত্মীয়-স্বজনের সাথে দেখা করতে যান। পক্ষান্তরে ভারতীয় নাগরিকরাও একই ভাবে বাংলাদেশে আসেন।
হিলি চেকপোস্টে কথা হয় গাইবান্ধার পাসপোর্ট যাত্রী ওছমান গনির সাথে। তিনি বলেন, সবক্ষেত্রে সরকারের ট্যাক্স বাড়ানো ঠিক হয়নি। একেবারে ডাবল করা হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে ট্যাভেল ট্যাক্স প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
ভারতীয় পাসপোর্ট যাত্রী উপেন্দ্রনাথ রায় জানান, ঈদের ২দিন আগে দিনাজপুরের বেড়াতে গেছিলাম। আজ ভারতে ফিরার সময় হিলি চেকপোস্টে এসে কাস্টমস ব্যাগেজ শাখায় গেলে বলে শনিবার থেকে ট্যাভেল ট্যাক্স ১ হাজার টাকা করা হয়েছে। পরে ব্যাংকে লোক পাঠিয়ে ট্যাভেল ট্যাক্স জমা দিয়ে ফিরছি। ট্যাক্স কমিয়ে মানুষজনকে আসা-যাওয়ার সুযোগ দেওয়া দরকার।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুল জানান, শনিবার থেকে কাস্টমস ব্যাগেজ শাখায় ভ্রমনকর ১০০০ টাকা নেওয়া হচ্ছে। পাসপোর্ট যাত্রীরা ভ্রমণকর পরিশোধ করে যাতায়াত করছেন। তবে অনেক যাত্রী অফিসে এসে দ্বিগুণ ভ্রমণকর নেওয়ার ব্যাপারে জানতে চাইলে কাস্টমস ব্যাগেজ শাখায় যোগাযোগ করতে বলেছি।
এদিকে হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা তাপস কুমার রায় জানান, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ভ্রমণকর ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা শনিবার সকাল থেকে কার্যকর করা হয়েছে। আগে ৫০০ টাকা ভ্রমণকর পরিশোধ করে পাসপোর্ট যাত্রীরা আসা-যাওয়া করতে পারতেন।
তিনি আরও জানায়, ১২ বছর পর্যন্ত যাত্রীদের ভ্রমণকর অর্ধেক করা হয়েছে। এছাড়া ৫ বছর বা তার চেয়ে কম বয়সী যাত্রী, অন্ধ ব্যক্তি, ক্যান্সারে আক্রান্ত রোগী বা স্ট্রেচার ব্যবহারকারী বা পঙ্গু ব্যক্তিরা ভ্রমণকর ছাড়াই ভারত ভ্রমণ করতে পারবেন।