আদমদীঘিতে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা

বগুড়ার আদমদীঘিতে ওয়াহেদ আলী (৩৪) নামের ব্যক্তির বিরুদ্ধে এক স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় আদমদীঘি থানায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার সকালে আদমদীঘির করজবাড়ি গ্রামের ওই ছাত্রীর বাবা বাদি হয়ে একই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে ওয়াহেদ আলীকে আসামী করে এ মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, গত ২৭ জুন মঙ্গলবার সকালে উপজেলার করজবাড়ি গ্রামের ওই স্কুল ছাত্রী (১৩) প্রতিবেশি জনৈক মোস্তার বাড়িতে ঘর পরিস্কার করতে গেলে আসামী ওয়াহেদ আলী ছাত্রীকে একা পেয়ে যৌন নিপীড়ন করে। এসময় ছাত্রীটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ঘটনা জানাজনি হলে ওয়াহেদ আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি গ্রাম্য শালিসে সমাধানের জন্য গ্রামের মাতবররা একাধিকবার বৈঠক করে।
মেয়েটির বাবা জানান, শালিসের নামে মাতবররা কালক্ষেপন করার কারনে মামলা দায়েরে বিলম্ব হয়েছে। মামলার তদন্তকারি উপ পরিদর্শক হজরত আলী জানায়, আসামীকে গ্রেপ্তারে তৎপরতা চলছে। এদিকে ওই গ্রামের বেশ কয়েকজন গৃহবধূ ওয়াহেদ আলীর বিরুদ্ধে য়োন হয়রানীর অভিযোগ করেন।