বগুড়ায় ইয়োগা ও মেডিটেশন শীর্ষক স্ট্রেস ম্যানেজমেন্ট সেমিনার

বগুড়ায় ইয়োগা ও মেডিটেশন শীর্ষক স্টেস ম্যানেজমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পুলিশ লাইন্স ড্রিম শেডে কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সহযোগিতায় জেলা পুলিশ এ সেমিনারের আয়োজন করে।
এদিন সকাল ৯ থেকে বেলা ১২টা পর্যন্ত মেডিটেশন চর্চা করা হয়। এতে বগুড়ার ১২টি থানা থেকে মোট ৬০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশ নেয়।
সেমিনারে উপস্থিত ছিলেন বগুড়া কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার মিজানুর রহমান, সিনিয়র দায়িত্বশীল নাফিস ফারুক।
বগুড়া কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার মিজানুর রহমান জানান, মেডিটেশন চর্চার মাধ্যমে একজন মানুষ মনোদৈহিক রোগ থেকে মুক্তি লাভের পাশাপাশি লাভ করে মানসিক, সামাজিক ও আত্মিক সুস্থ্যতা অর্থাৎ টোটাল ফিটনেস। মেডিটেশন এখন আধুনিক মানুষের জীবনের অনুষঙ্গ। বাংলাদেশে দিন দিন মেডিটেশনের জনপ্রিয়তা বাড়ছে। মেডিটেশন চর্চায় ৩০ বছর ধরে কাজ করে যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এই চর্চার সঙ্গে সারা পৃথিবীতে প্রায় ১০ কোটি মানুষ যুক্ত হয়েছেন।
এর আগে গত শুক্রবার একই স্থানে বগুড়া জেলা পুলিশের ৭০ জন কর্মকর্তাদের নিয়ে ইয়োগা ও মেডিটেশন শীর্ষক স্ট্রেস ম্যানেজমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত মেডিটেশন চর্চা চলে। এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, মোতাহার হোসেন, (সদর সার্কেল) সরাফত ইসলাম, গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাইহান ওলিউল্লাহ, সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী ।
গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাইহান ওলিউল্লাহ জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা দুইদিনব্যাপি মেডিটেশন চর্চা করেছি। পরিপূর্ণ সুস্থতার জন্য বিদ্যমান চিকিৎসার পাশাপাশি মেডিটেশন চর্চা প্রয়োজন। নিয়মিত মেডিটেশন চর্চায় আমাদের আত্মিক সুস্থ্যতা অর্থাৎ টোটাল ফিটনেস বাড়বে।
মেডিটেশন ও ইয়োগা সেশন পরিচালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের চিফ ইয়োগা ইন্সট্রাকটর আহমেদ শরীফ।