পার্বতীপুর সাব-রেজিস্ট্রার দপ্তরের কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ ভবনে

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাব-রেজিস্ট্রার দপ্তরের কার্যক্রম চলছে অতি পুরাতন একটি পরিত্যাক্ত ঝুঁকিপূর্ণ ভবনে। বছরে কোটি কোটি টাকা রাজস্ব আয় হলেও জরাজীর্ণ এই ভবনটি সংস্কারের নামে গায়ে রং মাখিয়ে তার অভ্যন্তরে চালানো হচ্ছে দপ্তরের কার্যক্রম। তবে যে কোন মূহুর্তে ভবনটি ধ্বসে পড়ে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করা হচ্ছে।
রেলওয়ে জংশন খ্যাত পার্বতীপুর উপজেলা শহরের প্রাণ কেন্দ্রে পৌরসভা শহরের নতুন বাজারের আমিরগন্জ এলাকার একটি পরিত্যাক্ত অতি পুরাতন ঝুঁকিপূর্ণ দ্বিতল ভবন ব্যবহৃত হচ্ছে উপজেলা সাব-রেজিস্ট্রার দপ্তর হিসেবে। বছরের পর বছর ধরে এই ভবনটিতে চলছে সাব-রেজিস্ট্রার দপ্তরের কার্যক্রম। সরকারি এই দপ্তর থেকে বছরে কোটি কোটি টাকা রাজস্ব আয় হলেও জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ দপ্তরটির দিকে কারো কোন সু-নজর রয়েছে বলে মনে হয় না। দ্বিতল জরাজীর্ণ এই দপ্তর ভবনের ভিতরের ও বাইরের অবস্থা খুবই নাজুক। তবে সম্প্রতি এই ভবনের শ্রীবৃদ্ধির জন্যে সংস্কারের মাধ্যমে রং করা হয়েছে। ফলে বাহির থেকে দেখলে নতুন বলেই মনে হয়। আসলে ভবনটির অবস্থা খুবই নাজুক। এই দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও উপজেলার বিভিন্ন স্হান থেকে মানুষ এখানে আসে জমিজায়গা সংক্রান্ত প্রয়োজনে,দপ্তরিক কাজে। দপ্তরটি ঝুঁকিপূর্ন হওয়ায় সবাইকে ঝুঁকির মধ্যেই কাজ করতে হয়। এই দপ্তরে কাজ করতে আসা বিভিন্ন জনের সাথে কথা বললে তাঁরা জানান,দীর্ঘ দিন ধরে তাঁরা জমিজায়গা সংক্রান্ত কাজে এই দপ্তরে আসা যাওয়া করছেন এবং সরকারকে রাজস্বও দিচ্ছেন। কিন্তু এই দপ্তরে এসে তাঁদেরকে ঝুঁকির মধ্যে কাজ করতে হচ্ছে। তাঁরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
পার্বতীপুর উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক ও স্হানীয় জাতীয় পার্টির প্রভাব শালী নেতা কাজী আব্দুল গফুর বলেন,অতি পুরাতন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে সাব-রেজিস্ট্রার দপ্তরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যে কোন মূহুর্তে ভবনটি ধ্বসে পড়ে দূর্ঘটনার আশংকা রয়েছে। তিনি বলেন,এ ব্যাপারে আমরা একাধিক বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছি। কিন্তু কোন কাজ হয়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুরে বর্তমানে কত্যর্বরত সাব-রেজিস্ট্রার মনসুর আলী বলেন,ভবনটির ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন,সুবিধা মতো জায়গা পাওয়া গেলে সেখানে সাব-রেজিস্ট্রার দপ্তরের জন্য নতুন ভবন নির্মান করা হবে।
হাফিজুল হক,সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ