লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের বৃক্ষরোপন

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের আয়োজনে বৃক্ষরোপন করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে চত্বরে ওই বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠারিক উদ্বোধন করা হয়। লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর সাবেক কেবিনেট সেক্রেটারি লায়ন মহসিন ইমাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
বীর মুক্তিযোদ্ধা লায়ন মির্জা সালাহউদ্দিন বেগ’র সভাপতিত্বে বৃক্ষরোপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লায়ন রাকিবুল ইসলাম, সাংবাদিক লায়ন আমিনুল হক, লায়ন আব্দুল মান্নান, লায়ন সাজ্জাদ হোসেন ও লায়ন আনিছুর রহমান প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের শিক্ষক লায়ন কোহিনুর বেগম, লায়ন্স ক্লাবের কেবিনেট সদস্য ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, পৌরসভা সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর লায়ন কাজী জাহানারা বেগম, লায়ন আজমল হোসেন, কামারপুকুর কলেজের প্রভাষক লায়ন রেজাউল হক সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহমেদ, প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ, সহকারি প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে প্রধান অতিথি সাবেক কেবিনেট সেক্রেটারি লায়ন মহসিন ইমাম চৌধুরী ডায়াবেটিস্ পরীক্ষার জন্য মেশিন এবং কিটস্ ও চারা বিতরণের জন্য লায়ন্স ক্লাব সৈয়দপুর সানফ্লাওয়ারের কর্মকর্তাদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।