শিবগঞ্জে পাটক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার রাঙ্গামাটিয়া মহল্লার আব্দুল বাসেদ (৫০) নামের এক ব্যক্তি নিখোঁজের ৫ দিনপর পাটক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় বাসেদের স্ত্রী খাদেলুন বিবি অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। রবিবার ময়না তদন্ত শেষে পরিবারের নিকট মৃত দেহ হস্তান্তর করা হয়েছে। শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার (০৮ জুলাই) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের খামার পাড়া গ্রামের পাশের পাটক্ষেত থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল বাসেদ শিবগঞ্জ পৌরসভার রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা। সে শিবগঞ্জ সাব রেজিস্টার কার্যালয়ে নকল নবিশ হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, শনিবার সকালে খামার পাড়া গ্রামের পাটক্ষেতে মরদেহ দেখতে পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত বাসেদ দীর্ঘদিন যাবত মাদক আসক্ত ছিল। এছাড়াও জমি
জমা নিয়ে তার ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল এবং দীর্ঘদিন ধরে সে নানা কঠিন ও জটিল রোগে ভুগছিলেন। নিহতের ভাতিজা শামীম হোসেন জানান, গত মঙ্গলবার সকালে শিবগঞ্জ সাব রেজিস্টার অফিসে যান আব্দুল বাসেদ। দুপুরে বাড়িতে ফোন দিয়ে বলেন, সে দুপুরের খাবার খেতে বাসায় যাচ্ছি। এরপর আর বাসায় ফেরেন নি সে। তাঁর ব্যবহৃত
মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজা খুঁজির পর সন্ধান না পেয়ে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রউফ জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করতঃ বগুড়া মর্গে প্রেরন করা হয়েছে। মৃত্যুর পর তার মৃত দেহ পচন ধরায় আঘাতের কোন চিহ্ন বোঝার উপায় ছিল না। পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ ও পিআইবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্ত শেষে চুড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মুল রহস্য উদঘাটন করা সহজ হবে এবং এ ঘটনায় তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে পুলিশ ঘটনা উদঘাটনে তৎপর রয়েছে। ইতে মধ্যেই কয়েকজনকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসা করা হয়েছে।