বগুড়ায় পবিত্র ঈদে গাদীর দিবস উপলক্ষে আলোচনা সভা

১৮ জিলহজ¦ পবিত্র ঈদে গাদীর দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন বগুড়া এ সভার আয়োজন করে।
ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু জাফর মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম ড. মো. মাঈন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৮ ই জিলহজ্ব ইসলামের ইতিহাসে একটি স্মরণীয় মহাখুশির দিন। দশম হিজরির এই দিনে বিদায় হজ্ব থেকে ফেরার পথে, সুরা মায়েদার ৬৭ নম্বর আয়াত নাজেল হওয়ার পর রাসুল (সা.) গাদিরে খুম নামক স্থানে এক লাখ বিশ হাজারেরও বেশি হজ্ব ফেরৎ হাজী সাহাবাগনের সম্মুখে মাওলা আলীকে (আঃ) আল্লাহর খলিফা ও মুমিন উম্মাহর ইমাম হিসাবে নিযুক্ত করে নিজের স্থলাভিষিক্ত বলে ঘোষণা করেছিলেন। এই ঘোষণার সাথে সাথেই মহান আল্লাহ তায়ালা ইসলামকে তাঁর মনোনীত পরিপূর্ণ চুড়ান্ত ধর্ম হিসাবে স্বীকৃতি দান করেন। এই দিনটি ঐতিহাসিক গাদীর দিবস বা ঈদে গাদীর হিসেবে খ্যাত।
তিনি বলেন, গাদীরে খুমের ইতিহাস হচেছ মুসলমানদের ধর্মীয় ও আধ্যাত্মিক নেতৃত্বের ক্ষেত্রে অভিভাবক নির্বাচনের ইতিহাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যক্ষ ড. মো. আজম আলী খান, নাটোর সুগার মিলস এর সাবেক জিএম কৃষিবিদ মীর সিদ্দিকুর রহমান। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন পাবনা জেলার চালনা মসজিদুল কাদেরীয়ার খতিব মুফতি মঞ্জুরুল ইসলাম কাদেরী, বগুড়া মাদরাসাতুল মনিদা এর মুহতামিম মাওলানা মো. মোজাম্মেল হক, মালগ্রাম দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মো. আব্দুল্লাহ ইবনে মাকছুদ।