পোরশায় যুবলীগের সভাপতি জোবায়ের, সম্পাদক খোকন

নওগাঁর পোরশায় উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার সারাইগাছী স্কুল মাঠে উপজেলা যুবলীগের আয়োজনে ও ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ্ খান পিটু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুগ্ন সাধারন সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
সম্মেলনে জোবায়ের রহমানকে উপজেলা যুবলীগের সভাপতি ও মাহমুদুল হাসান খোকনকে পুনরায় সাধারন সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয়।