সৈয়দপুরে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে উপজেলায় বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা - ২০২২ ও ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে বুধবার (১২ জুলাই) ২০২৩ সালের এবং গত মঙ্গলবার (১০ জুলাই) ২০২২ সালের জাতীয় শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস শহরের বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই প্রতিযোগিতার আয়োজন করে।
মঙ্গলবার সকাল ১০টায় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, মুসারাত জাহান ও মরিয়ম নেসা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গত ২০২২ ও চলতি ২০২৩ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মোট ইভেন্ট সংখ্যা ছিল ৩৩ টি। এতে উপজেলার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
আজ (১৩ জুলাই) বেলা আড়াইটায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুলাই (শনিবার) নীলফামারীতে ২০২২ ও ২০২৩ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওই দিন নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে ২০২২ ও ২০২৩ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার শুধুমাত্র শিক্ষা বিষয়ক, চিত্রাংকন ও ক্রীড়া বিষয়ক ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে ২০২২ ও ২০২৩ সালের সাংস্কৃতিক প্রতিযোগিতার সময়সূচি অদ্যাবধি জানানো হয়নি।