আদমদীঘিতে জমি নিয়ে বিরোধের জেরে মারপিটে মহিলা সহ আহত ৫

বগুড়ার আদমদীঘিতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে মারপিটে নারী সহ ৫জন আহত ও খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মারপিটে আহত মোতাহার হোসেন তার ছেলে নাজমুল সাদাত পলাশ ও ফজিলাতন নেছাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কাশিমালকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরস্পরকে দায়ী করে দুই পক্ষই আদমদীঘি থানায় অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কাশিমালকুড়ি গ্রামের মোতাহার হোসেন প্রায় ২২ বছর পুর্বে সাড়ে ১৩ শতক জমি বিনিময় দলিল মুলে গ্রহন করে ভোগদখল করে আসছেন। সম্প্রতি একই গ্রামের শাহজাহান আলী একই ওয়ারিশ তহমিনা বেগমের নিকট থেকে ২ শতক জমি কোবলা দলিল করে নেন। তাদের এই কোবলা ও বিনিময় দলিলের জমির মধ্যে কাশিমালকুড়ি মৌজায় উভয়ের বাড়ির খলিয়ানের মধ্যে অবস্থিত তহমিনা বেগমের দেয়া ২শতক জমির মালিকানা নিয়ে মোতাহার হোসেন ও শাহাজান আলীর মধ্যে বিরোধ চলে। স্থানীয় ইউপি সদস্য মোখলেছার জানান, বিবাদমান ২শতক জমি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বৈঠকের মাধ্যমে মিমাংসা করেন। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় স্থানীয়রা বৈঠক করে বিবাদমান জমি মাপজোক করার সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।
মারপিটে আহতদের আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনার সুযোগে রাত আড়াই টায় মোতাহার আলীর ২৬ বিঘা জমির, শাহজান আলীর ১৭ বিঘা জমির ও ফজলুর নামের অপর একজনের ১৩ বিঘা জমির খড়ের পালায় কে বা কারা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। রাতেই আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দু দফায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, দুই পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।