আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে দুই প্রতিষ্ঠানের জরিমানা

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট ও অজিত ঘোষের দই মিষ্টান্ন ভান্ডারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলা সদরের বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা মোতাবেক হোটেলের স্বত্ত্বাধিকারী
রাশেদ আহমেদ শিমুর ১৫ হাজার টাকা এবং অজিত ঘোষের দই ও মিষ্টির দোকানে স্বত্ত্বাধিকারী অমিয় ঘোষের ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।