পার্বতীপুরে তেলবাহী ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে তেলবাহী ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুলাই) রাত ৯ টায় পার্বতীপুরের মোবারকপুর অরক্ষিত রেলওয়ে লেভেল ক্রসিং গেটে এই ঘটনা ঘটেছে।
পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, খুলনা থেকে পার্বতীপুর অভিমুখে আসা তেলবাহী ট্রেন কেপি-১৭ এর ধাক্কায় মানিক (৩৬) ঘটনাস্হলেই মৃত্যু বরন করে। সে পাশ্ববর্তী ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরিপাড়ার মোঃ আকবরের পুত্র। সে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিল এবং আনমনে রেলপথ ধরে হাঁটতে গিয়ে এই দূর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর মৃত দেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।