পার্বতীপুরে গরুর মধ্যে ছড়িয়ে পড়েছে ল্যাম্পি স্কিন ডিজিজ, আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সর্বত্রই গরুর মধ্যে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে ল্যাম্পি স্কিন (ভাইরাস) ডিজিজ। এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে হাজার হাজার গরু। ভাইরাসে আক্রান্ত গরুর মৃত্যুও ঘটছে। পর্যায়ক্রমে এ হার বাড়ছে। এই ভাইরাসের কোন নির্ধারিত ঔষুধ না থাকায় সঠিক চিকিৎসা সেবা প্রদানও সম্ভব হচ্ছে না। ফলে আতংকের মধ্যে রয়েছেন গরুর মালিকেরা। সেই সাথে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা।
জানা গেছে,দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গত ২/৩ মাস আগে থেকে শুরু হয়েছে ল্যাম্পি স্কিন ভাইরাসের প্রাদুর্ভাব। পর্যায়ক্রমে তা ছড়িয়ে পড়েছে চারিদিকে। বর্তমানে এই ভাইরাস ব্যাপক আকার ধারণ করেছে। ভাইরাস সংক্রমণে আক্রান্ত গরুর নির্ধারিত চিকিৎসা না থাকায় ইতোমধ্যে অনেক গরুর মৃত্যু হয়েছে। উপজেলার সর্বত্র এই ভাইরাস ছড়িয়ে পড়ায় হাজার হাজার গরু আক্রান্ত হওয়ায় গরুর মালিকের চরম আতংকের মধ্যে দিনাতিপাত করছেন। সেই সাথে চরমভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকেই।
জানা যায়,ল্যাম্পি স্কিন ডিজিজে সবচেয়ে বেশী আক্রান্ত হচ্ছে ছোট আকারের গরু অথাৎ বাছুর। এই রোগে আক্রান্ত গরুর গায়ে জ্বর আসে,গুটি উঠে, গলায় পানি জমে ও পা ফুলে যায়। এ সময় গরু খেতে চায় না। এগুলো সাধারণত ল্যাম্পি স্কিন ডিজিজের লক্ষন। এই রোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে শত শত গরুর মৃত্যু হয়েছে। এর সঠিক কোন পরিসংখ্যান না থাকলেও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর সূত্রের তথ্য মতে আক্রান্ত গরুর শতকরা ১০/১৫ শতাংশের মৃত্যু হচ্ছে। সরেজমিনে পার্বতীপুর পৌরসভার হলদীবাড়ী কলোনী এলাকায় গিয়ে জানা যায়,এই এলাকার হারিসুল ও আনুর গরু ল্যাম্পি স্কিন রোগে মারা গেছে। আক্রান্ত হয়েছে বেশ কিছু গরু। এর কোন নির্ধারিত চিকিৎসা না থাকলেও স্হানীয় পল্লী চিকিৎসক দ্বারা এগুলোর চিকিৎসা করা হচ্ছে। চিকিৎসা ব্যয়ও একেবারে কম নয়। একটি গরু চিকিৎসায় ব্যয় হচ্ছে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। সব মিলিয়ে গরুর মালিকেরা বিপাকে পড়েছেন এবং আতংকের মধ্যে দিনাতিপাত করছেন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা যায়, এই উপজেলায় গরু রয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫৬ টি। তবে কতগুলো গরু এই ভাইরাসে সংক্রামিত হয়েছে এবং মারা গেছে তার কোন সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।
এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা প্রানীসম্পদ দপ্তরে গেলে কথা হয় ভেটেরিনারি সার্জেন্ট ডাঃ আতিকুর রহমান এর সাথে, তিনি বলেন ল্যাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাস জনিত রোগ। এ রোগের কোন চিকিৎসা নেই। তারপরও বিভিন্ন ঔষধের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। প্রয়োগ করা হচ্ছে গোট পক্সের ভেকসিন। তিনি বলেন,এই প্রাণীসম্পদ দপ্তরে থেকে নিয়মিত গরুর চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আমি নিজেও চিকিৎসা দিচ্ছি এবং এখানে কর্মরত ৪ জন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ও বিভিন্ন প্রকল্পের ৩০ জন স্বেচ্ছাসেবক চিকিৎসা সেবা প্রদান করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি মাছি ও মশা বাহিত রোগ। এদের মাধ্যমেই এগুলো ছড়াচ্ছে। এদের থেকে সাবধানে থাকতে হবে। তিনি আরও বলেন,এই রোগে আক্রান্ত গরুকে কোন এন্টিবায়োটিক প্রয়োগ করা যাবে না।
এ দিকে ভাইরাস আক্রান্ত গরু জবাই করে যাতে মাংস বিক্রি করা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছেন পৌর কর্তৃপক্ষ। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন বলেন, ছড়িয়ে পড়া ভাইরাসে অনেক গরু আক্রান্ত হয়েছে এবং মারা গেছে এটা সত্যি দুঃখ জনক। এই রোগ প্রতিরোধে দ্রুত বাস্তব সন্মত ব্যবস্হা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন তিনি।