আদমদীঘিতে বিকল বড় ট্রাকে ছোট ট্রাকের ধাক্কায় নিহত ৩

বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘিতে বিকল হওয়া দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে অপর একটি মিনি ট্রাকের ধাক্কায় চালক সহ ৩ জন নিহত হয়েছে। গত শুক্রবার (১৪জুলাই) দিবাগত রাত সাড়ে ৩ টায় আদমদীঘি উপজেলার মুরইল বাজারের পূর্ব পাশে ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাক দুটি আটক করেছে।
পুলিশ জানায়, বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল বাজারের পূর্ব পাশে ব্রীজ সংলগ্ন স্থানে গত শুত্রবার রাত ৩ টার দিকে ঢাকা মেট্রো-ট- ২০-৪৪১২ নম্বর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে গেলে সেই ট্রাকটি রাস্তায় পাশে থাকিয়ে মেরামত করছিল চালক মোস্তাক হোসেন। রাত সাড়ে ৩ টার দিকে বগুড়া দিকে থেকে আসা অপর একটি ঢাকা মেট্রো-ন-২০৯৫২৬ নম্বর মিনি ট্রাক অকেজো হওয়া ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনানাস্থলেই মিনি ট্রাকের দুই জন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়ার পর আরো ১জন মারা যায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন, ট্রাক চালক ঢাকার কামরাঙ্গীচরের গাফ্ফারের ছেলে বাদন মিয়া (৪০), নওগাঁর সাপাহার মাস্টার পাড়ার আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫৭) ও নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক হোসেন (৪৫)। ট্রাক চালকের সহযোগী জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৩) গুরুত্বর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন,দুর্ঘটনায় কবলিত ট্রাক দুটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।