বগুড়া লেখক চক্রের আয়োজনে বর্ষার পদাবলী অনুষ্ঠিত

বগুড়া লেখক চক্রের আয়োজনে বর্ষার পদাবলী, আলোচনা সভা, ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পদাবলী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লেখক চক্রের উপদেষ্টা অধ্যক্ষ কবি মোঃ শহিদুল্লাহ।
পদাবলীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক উপসচিব মুহাঃ আহসান হাবিব। তিনি তার বক্তব্যে বলেন, কবিরা জাতির বিবেক। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা হাতিয়ার।কবিরা কোন স্বার্থ নিয়ে চলেনা তারা দেশের স্বার্থে মানুষের কথা বলে। তারা নীতি নৈতিকতা নিয়ে পথ চলে।
বাংলাদেশ ষড়ঋতু দেশ। তার মধ্যে বর্ষা মায়াময় ঋতু। আমরা এখন আর আকাশ ভাঙ্গা বর্ষা দেখতে পাইনা।রবিন্দ্র নাথের সেই বর্ষা দেখতে পাইনা ।বাষ্প ঘনিভূত হয়ে আকাশে মেঘ হয়ে বৃষ্টি নামার রিমঝিম শব্দ আর শোনা যায়না। বৃষ্টি কম হবার কারণে তাপদাহ বাড়ে।আমরা অস্থির হই। বর্ষা ঋতুর সাথে কৃষকের সম্পর্ক সুমধুর। কৃষককুল অপেক্ষায় থাকে কবে কখন বর্ষা আসবে। রোপন করবে বীজ। ফলাবে ফসল। জলবায়ুর প্রভাবে আমরা বর্ষাকে হারাতে বসেছি। আমরা ফিরে পেতে চাই,সেই পুরাতন দিনের বর্ষা। এজন্য আমাদের বৃক্ষরোপনের দিকে নজর দিতে হবে। কবিরা সেই বার্তাই দেশবাসীকে শোনাবে তাদের কবিতা পাঠের মাধ্যমে। মানণীয় প্রধানমন্ত্রী বারবার বৃক্ষ রোপণের ওপর তাগিদ দিয়ে যাচ্ছেন। তার নির্দেশেই এখন দেশে বৃক্ষ রোপন সপ্তাহ পালিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির আহবায়ক আবুল কালাম আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান,বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সভায় স্বাগত বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক। সভা সঞ্চালনা করেন মাহফুজ মারুফ। বর্ষার পদাবলী অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন এলাকার কবিরা বর্ষার কবিতা পাঠ করে শুনান।